মঙ্গলবার দুপুরে আধুনিক পদ্ধতিতে ড্রোন উড়িয়ে জমিতে কীটনাশক স্প্রে করার প্রশিক্ষণ দেওয়া হলো কৃষকদের। মঙ্গলবার দুপুরে মালদা জেলায় এই প্রথম পুরাতন মালদা ব্লকের ভাবুক এলাকায় কৃষকদের সামনে ড্রোন উড়িয়ে এই প্রশিক্ষণ দেওয়া হয়। এই ড্রোন ব্যবহারে চাষের ক্ষেত্রে অনেকটা সময় বাঁচবে, তেমনি কীটনাশক স্প্রে এর ক্ষতির প্রভাব থেকে চাষীদের অনেকটাই মুক্তি মিলবে। এর মাধ্যমে কৃষকরা কম সময়ে অধিক ফলন ফলাতে সক্ষম হবে এবং আর্থিকভাবে লাভবান হবেন। মালদা জেলার অধিকাংশ এলাকা কৃষিকাজের উপর নির্ভরশীল। বিশেষত পুরাতন মালদা ব্লকে কৃষিকাজের ক্ষেত্রে উৎপাদন সব থেকে বেশি হয়। সেই অর্থেই জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে জেলা ও ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে ড্রোন উড়িয়ে কীটনাশক স্প্রে এর হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হল পুরাতন মালদার ভাবুক পঞ্চায়েত এলাকার কৃষকদের। এদিন প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অনিন্দ্য সরকার, জেলা উপ কৃষি অধিকর্তা বিদ্যুৎ বর্মন, ব্লক সহ কৃষি অধিকর্তা সৌমজিৎ মজুমদার, ও ব্লক অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার অরিন্দম সিংহ সহ অন্যান্য কৃষকরা।
Facebook Comments Box